
উত্তর : এ অবস্থায় দুটো পদ্ধতিই জায়েয। কেউ চাইলে প্রথমে একাকী এশার ফরয ছালাত আদায় করে তারাবীহর জামা‘আতে অংশ গ্রহণ করতে পারে। আবার চাইলে তারাবীহর জামা‘আতে এশার নিয়তে অংশ গ্রহণ করে ইমামের সালাম শেষে বাকী ছালাত আদায় করে নিবে। অতঃপর তারাবীহর জামা‘আতে অংশ গ্রহণ করবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৩০/৩০)।
প্রশ্নকারী : ইলিয়াস হোসেন, নাটোর।