উত্তর : কুরবানীর নিয়তে নির্দিষ্টভাবে পশু ক্রয়ের পর তা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। কেননা এটি ওয়াকফের ন্যায়। অতএব তা দিয়ে আক্বীক্বা করা যাবে না। আর ক্রয়ের পর অসুস্থ হয়ে পড়া পশু দ্বারা কুরবানী করায় বাধা নেই (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৬/৩০৪; ফাতাওয়া লাজনা দায়েমা ১১/৪০২; ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই)।
প্রশ্নকারী : হাবীবুর রহমান, ঝিনাইদহ।