উত্তর : সাধারণ রোগ-ব্যাধি গোপন রাখায় দোষ নেই। কিন্তু যদি তা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মতো কঠিন রোগ হয়। যেমন যৌন অক্ষমতা, বন্ধ্যাত্ব ও সন্তান পালনগত অক্ষমতা বা জন্মগতভাবে বড় ধরনের কোন রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে তা গোপন করার জন্য অভিভাবকগণ দায়ী হবেন। যা প্রতারণার শামিল। আর সামাজিকভাবেও এটা দারুণ ক্ষতিকর। অতএব এরূপ দোষ গোপন রেখে বিবাহ দিলে পাত্রীর অভিভাবকদেরকেই এর দায়ভার গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করল, সে আমাদের দলভুক্ত নয়’ (মুসলিম, মিশকাত হা/২৮৬০)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, বিরল, দিনাজপুর।