প্রশ্ন (২৫/৪২৫) : সিএনজি, অটো, রিক্সা প্রভৃতির মালিকেরা তাদের প্রতিদিনের ভাড়া নির্ধারণ করে দেয়। অথচ চালকের লাভ কম-বেশী হয়। এরূপ চুক্তি শরী‘আত সম্মত কি?
727 বার পঠিত
উত্তর : পারস্পরিক সম্মতিতে এরূপ চুক্তিকে ইজারা বলা হয়, যা ইসলামী শরী‘আতে অনুমোদিত (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৯৭৪)। এটি এক ধরনের ব্যবসা। আর ব্যবসায় লাভ-লোকসান হ’তেই পারে।