উত্তর : প্রশ্নে বর্ণিত হাদীছটি ছহীহ (মুসলিম হা/২৮৭৮; মিশকাত হা/৫৩৪৫)।
তবে ব্যাখ্যা সঠিক হয়নি। সঠিক ব্যাখ্যা হ’ল, দুনিয়াতে ভালো কর্ম করে মারা
গেলে ভালো অবস্থায় আর মন্দ কর্ম করে মারা গেলে মন্দ অবস্থায় উঠবে (মানাবী, ফায়যুল ক্বাদীর ২/৪৪০)। যেমন বলা হয়েছে, ইহরাম অবস্থায় মারা গেলে তাকে তালবিয়াহ পাঠ করা অবস্থায় উঠানো হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৬৩৭)। রাসূল (ছাঃ) বলেন, ক্বিয়ামতের দিন মানুষকে বস্ত্রহীন অবস্থায় উঠানো হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৫৩৬)। আর সেদিন প্রথম পোষাক পরানো হবে হযরত ইব্রাহীম (আঃ)-কে (বুঃমুঃ মিশকাত হা/৫৫৩৫)।