উত্তর :
ফেতনায় পড়ার আশঙ্কা আছে, এমন স্থানে কাজ করা যাবে না, যদিও সে কাজ বৈধ হয়।
রাসূল (ছাঃ) পুরুষদের জন্য নারীদেরকে সবচেয়ে ক্ষতিকর ফিৎনা হিসাবে উল্লেখ
করেছেন (বুখারী হা/৫০৯৬; মিশকাত হা/৩০৮৫)। আপনার কর্মটি যদি
হারাম উৎপাদন বা হারাম বস্ত্তর সাথে জড়িত না থাকে, তাহ’লে উপার্জন অবশ্যই
হালাল হবে। তবে ফেতনায় পড়ার আশঙ্কা থাকলে পরিবর্তন করতে হবে। এটাও সম্ভব না
হ’লে সাধ্য মত আল্লাহকে ভয় করতে হবে ... (তাগাবুন ৬৪/১৬)।