ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে ব্যাপক হারে মানুষ মারা যাচ্ছে। প্রথম থেকে অভিযোগ সরকার মৃত্যুর তথ্য লুকাচ্ছে। এবার ভারতের বিহার রাজ্যে এ ধরণের তথ্য চুরির অভিযোগ উত্থাপিত হয়েছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভারতের বিহারে যত মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারী হিসাবে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে এই সংখ্যা তার চেয়ে ১০ গুণ বেশী। করোনায় মৃত্যু সংক্রান্ত তথ্য লুকানোর অভিযোগ উঠেছে বিহার সরকারের বিরুদ্ধে। অপরদিকে, ভারতে এ বছরের অক্টোবর মাসে করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস (নিমহ্যানস)-এর এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর বলেন, এখন কমবয়সীদের জন্য কোনও ভ্যাকসিন তৈরী হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরী হয়েছে।






আরও
আরও
.