উত্তর : উক্ত দো‘আটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (তিরমিযী হা/২৮৪; মিশকাত হা/৯০০)।
দুই সিজদার মাঝে প্রচলিত দো‘আটি ভিন্ন ভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। যেমন কোন
কোন হাদীছে কেবল ‘রবিবগ ফিরলী, রবিবগ ফিরলী’ (আল্লাহ আমাকে ক্ষমা কর,
আল্লাহ আমাকে ক্ষমা কর) অংশটুকু এসেছে (আবুদাউদ হা/৮৫০, ৮৭৪ প্রভৃতি; মিশকাত হা/১২০০)।
অন্য হাদীছে এসেছে, আল্ল-হুম্মাগ্ফিরলী ওয়ারহাম্নী ওয়াজ্বুরনী ওয়াহ্দিনী
ওয়া ‘আ-ফেনী ওয়ার্ঝুক্বনী (হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর, আমার উপরে রহম
কর, আমার অবস্থার সংশোধন কর, আমাকে সুপথ প্রদর্শন কর, আমাকে সুস্থতা দান কর
ও আমাকে রূযী দান কর’) (তিরমিযী হা/২৮৪ প্রভৃতি; মিশকাত হা/৯০০)। উক্ত হাদীছে ৬টি বিষয়ে প্রার্থনা এসেছে। কোন কোন হাদীছে এছাড়াও এসেছে, অরফা‘নী (আমাকে উচ্চ সম্মানিত কর) (ইবনু মাজাহ হা/৮৯৮)।
প্রশ্নকারী : আব্দুর রহমান, কুপতলা, গাইবান্ধা।