উত্তর : এক্ষেত্রে নিজে না করে মহিলা নার্সের মাধ্যমে মহিলাদের ইনজেকশন পুশ করানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মহিলা ডাক্তার বা নার্স না পাওয়া গেলে বাধ্যগত অবস্থায় পুরুষ ডাক্তার এটি করতে পারে। কারণ বিভিন্ন যুদ্ধে উম্মে সুলায়েম, রুবাইয়ে‘ বিনতে মু‘আওয়ায ও আনছার মহিলাগণ আহত মুসলিম সৈন্যদের পানি পান করানো, যখম পরিচর্যা ও অন্যান্য সেবা-শুশ্রূষা করতেন (বুখারী হা/৫৬৭৯, মুসলিম হা/১৮১০, মিশকাত হা/৩৯৪০)। তবে সেক্ষেত্রে সতর্কতার জন্য সম্ভবপর একজন মাহরাম পুরুষ সাথে রাখা কর্তব্য। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, দু’জন গায়ের মাহরাম নারী ও পুরুষ নির্জনে একত্রে থাকলে সেখানে তৃতীয়জন থাকে শয়তান’ (তিরমিযী হা/১১৭১; মিশকাত হা/৩১১৮)।
প্রশ্নকারী : তরীকুল ইসলাম, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা।