উত্তর :
বিবাহের কেউ স্বর্ণ উপহার দিলে তা গ্রহণ করা যাবে। তবে নিজে ব্যবহার না
করে স্ত্রীসহ যেকোন মহিলা আত্মীয়কে হাদিয়া প্রদান করবে বা বিক্রয় করে দিবে।
রাসূল (ছাঃ)-কে রেশমের পোষাক উপহার দেওয়া হ’লে তিনি তা গ্রহণ করেন এবং
অন্যকে হাদিয়া দিয়ে দেন (বুখারী হা/২১০৪; মুসলিম হা/২০৬৮)।
প্রশ্নকারী : মুরাদুযযামান, ফুলকোচা, সিরাজগঞ্জ।