উত্তর : এরূপ ক্ষেত্রে তার সাথে মুছাফাহা ও মু‘আনাক্বা করা যাবে (ইবনুল ক্বাইয়িম, আহকামু আহলিয যিম্মাহ ১/৪২৫)।
আল্লাহ বলেন, ‘আর যখন তোমরা সম্ভাষণ প্রাপ্ত হও, তখন তার চেয়ে উত্তম
সম্ভাষণ প্রদান কর অথবা ওটাই প্রত্যুত্তর কর। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে
হিসাব গ্রহণকারী’ (নিসা ৪/৮৬)।