উত্তর :
রাসূল (ছাঃ)-এর ছায়া ছিল ছিল না- এই আক্বীদা পোষণ করে পথভ্রষ্ট কিছু লোক।
তারা কিছু মিথ্যা ও বানোয়াট কথাকে হাদীছ বলে চালিয়ে দিয়ে বলে যে, রাসূল
(ছাঃ) ছিলেন নূরের তৈরী। আর নূরের কোন ছায়া থাকে না। অথচ পবিত্র কুরআনে
আল্লাহ স্বীয় রাসূলকে বলেন, ‘আপনি বলুন, ‘নিশ্চয়ই আমি তোমাদের মতই একজন
মানুষ’... (কাহফ ১১০, হামীম সাজদাহ ৬, ইবরাহীম ১১)। রাসূল (ছাঃ)
বলেন, খৃষ্টানরা যেমন তাদের নবী ঈসা ইবনে মারয়ামের ব্যাপারে অতিরঞ্জিত
প্রশংসায় লিপ্ত হয়, আমার ব্যাপারে তেমন প্রশংসা থেকে তোমরা বেঁচে থাক। বরং
বল, আল্লাহর বান্দা ও তাঁর রাসূল (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৪৮৯৭)।