উত্তর :
বিভিন্ন নকশায় সজ্জিত পোষাক, কার্পেট ও কারুকার্য মন্ডিত মসজিদের দেয়াল
ছালাতের মধ্যে মুছল্লীদের একাগ্রতা বিনষ্ট করে। এগুলো থেকে বেঁচে থাকা
যরূরী। সেগুলো মক্কা-মদীনার হোক বা অন্য কোন স্থানের বা বস্ত্তর হোক তা
দেখার বিষয় নয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭৫৭-৫৮)।
রাসূলুল্লাহ (ছাঃ) মসজিদকে সাজ-সজ্জা ও জাঁকজমকপূর্ণ করতে নিষেধ করেছেন,
যেমন ইহুদী-নাছারারা তাদের পথভ্রষ্টতার যুগে করত। তিনি বলেন, ক্বিয়ামতের
অন্যতম আলামত এই যে, মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে (আবুদাঊদ, নাসাঈ, ইবনু মাজাহ, মিশকাত হা/৭১৮-১৯; মির‘আত ২/৪২৮)।