গত সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)-এর সঠিক উত্তর
১. ছাগল চরানোর কাজ করতেন।
২. মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারিতের সাহায্যের জন্য একটি চুক্তি সম্পাদন করে, যাকে হিলফুল ফুযূল বলা হয়। নবী করীম (ছাঃ) পিতৃব্যদের সাথে এই চুক্তিতে অংশ গ্রহণ করেন।
৩. কা‘বা সংস্কারোত্তর হাজারে আসওয়াদ স্থাপন সংক্রান্ত বিবাদ মীমাংসা করেন। তিনি একটি চাদরে পাথরটি রেখে সকল গোত্রপ্রধানদের তার কিনারা ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি স্বহস্তে পাথরটি যথাস্থানে স্থাপন করেন। এতে সবাই খুশি হয়।
৪. ব্যবসা।
৫. তিনি ২৫ বছর বয়সে প্রথম খাদীজা (রাঃ)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৬. ১১ জন। তাঁরা হচ্ছেন- ১. খাদীজা বিনতে খুওয়াইলিদ ২. সাওদা বিনতে যাম‘আ ৩. আয়েশা বিনতে আবু বকর ৪. যয়নাব বিনতে খুযায়মা ৫. হাফছা বিনতে ওমর ৬. যয়নাব বিনতে জাহাশ ৭. উম্মু সালামা হিন্দ বিনতে আবী উমাইয়া ৮. জুআইরিয়া বিনতে হারেছ ৯. ছাফিয়া বিনতে হুওয়াই বিন আখতাব ১০. মায়মূনা বিনতে হারেছ ১১. উম্মে হাবীবা রামলা বিনতে আবী সুফিয়ান (রাঃ)।
৭. সর্বপ্রথম খাদীজা (রাঃ)-কে এবং সর্বশেষে মায়মূনা বিনতে হারেছ (রাঃ)-কে বিবাহ করেছিলেন।
৮. আয়েশা (রাঃ)।
৯. ৭ জন। কাসেম, আব্দুল্লাহ, যায়নাব, উম্মু কুলছূম, রুকাইয়া, ফাতেমা ও ইবরাহীম (রাঃ)।
১০. ৭ জন। যয়নাবের সন্তান দু’জন; আলী ও উমামা। রুকাইয়ার সন্তান একজন আব্দুল্লাহ (শিশুকালে তিনি মৃত্যুবরণ করেন)। ফাতিমার সন্তান চার জন- হাসান, হুসাইন, উম্মে কুলছূম ও যয়নাব।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর
১. ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায় না।
২. মানবশিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।
৩. কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনো থেমে থাকে না।
৪. ২০৬ টি হাড় থাকে।
৫. ২৬ ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
৬. দু’টির ঘনত্ব আলাদা।
৭. হাঁচি দেওয়ার সময় শরীরের ভিতর সকল ধরনের কাজ বন্ধ হয়ে যায়, এমনকি হার্টবীটও থেমে যায়।
৮. জিহবা।
৯. ৬ বার বাথরুমে যায়।
১০. ৭ সেকেন্ড সময় লাগে।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)
১. কতবার ও কখন নবী করীম (ছাঃ)-এর বক্ষ বিদীর্ণ করা হয়?
২. নবুঅতের পূর্বে নবী করীম (ছাঃ) কিভাবে ইবাদত করতেন?
৩. কোন পাহাড়ের কোন গুহায় নবীজী ধ্যানমগ্ন থাকতেন?
৪. কত বছর বয়সে নবী করীম (ছাঃ)-এর উপর অহী নাযিল হয়?
৫. কখন নবী করীম (ছাঃ)-এর উপর অহী নাযিল হয়?
৬. গারে হেরা থেকে ফিরে এলে স্ত্রী খাদীজা (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ)-কে নিয়ে কার কাছে গমন করেন এবং তিনি কি বলেন?
৭. নবুঅত লাভের পর নবীজী কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন?
৮. ছাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হ’তেন?
৯. গোপন দাওয়াতের সময়কাল কত বছর ছিল?
১০. মক্কী জীবনের দাওয়াতী কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেক পর্যায়ের সময়কাল কত ছিল?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানবদেহ বিষয়ক)
১. সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?
২. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?
৩. সিস্টোলিক চাপ বলতে কি বোঝায়?
৪. ডায়োস্টোল চাপ বলতে কি বোঝায়?
৫. রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?
৬. রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?
৭. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কত?
৮. মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত?
৯. রক্ত কত প্রকার?
১০. হিমোগ্লোবিনের কাজ কী?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বখশী বাযার, ঢাকা।
সোনামণি সংবাদ
ভুগরইল, শাহমখদুম, রাজশাহী ১৩ই জুলাই শনিবার : অদ্য সকাল ৬-টায় যেলার শাহমখদুম থানাধীন ভুগরইল মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সুমাইয়া খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মাহমূদা খাতূন।
সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ২৫শে জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার শাহ মখদুম থানাধীন সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্জ মুহাম্মাদ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আব্দুল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মারিয়া খাতূন।
খিরশিনটিকর, শাহমখদুম, রাজশাহী ২৮শে জুলাই রবিবার : অদ্য মাগরিব যেলার শাহমখদুম থানাধীন খিরশিনটিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও ‘যুবসংঘ’ মারকায এলাকার ‘ছিরাতে মুস্তাক্বীম’ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাফেয আব্দুল হাফীয ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ আব্দুল্লাহ।
পাইকপাড়া, পবা, রাজশাহী ২৯শে জুলাই সোমবার : অদ্য বাদ আছর যেলার পবা থানাধীন পাইকপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও ‘সোনামণি’ মারকায এলাকার ‘রজনীগন্ধা’ শাখার পরিচালক মুহাম্মাদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ রেযওয়ান ও ইসলামী জাগরণী পরিবেশন করে মা‘ছূমা আখতার।
নওদাপাড়া, রাজশাহী ১লা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি মারকায এলাকার ‘রজনীগন্ধা’ শাখার পরিচালক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যানের মধ্যে বক্তব্য পেশ করেন সোনামণি ‘সূর্যমুখী’ শাখার পরিচালক বুরহানুদ্দীন, সহ-পরিচালক নাঈমুল ইসলাম ও মুহাম্মাদ আব্দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি গোলাম রাববী ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মিনহাজুল ইসলাম।
বিরকয়া, বাগমারা, রাজশাহী ১লা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন বিরকয়া উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিরকয়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যোনের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র পরিচালক খায়রুল ইসলাম, সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম, হাট গাঙ্গোপাড়া এলাকার পরিচালক মুহাম্মাদ ইসমাঈল ও অত্র সমজিদভিত্তিক মক্তবের শিক্ষক তোফায্যল হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি জিহাদ হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ছাকিবা খাতূন।
সমসপুর, বাগমারা, রাজশাহী ১লা আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা থানাধীন সমসপুর হাফিযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেয মুহাম্মাদ বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যোনের মধ্যে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার পরিচালক খায়রুল ইসলাম, সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম, হাট গাঙ্গোপাড়া এলাকার পরিচালক মুহাম্মাদ ইসমাঈল ও হাট গাঙ্গোপাড়া এলাকা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আজীবর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি বুরহানুদ্দীন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ছালাহুদ্দীন।
জামনগর ঘোষপাড়া, বাগাতিপাড়া, নাটোর ২রা আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর ঘোষপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রাসেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ছানাবিয়া ১ম বর্ষের ছাত্র মুহাম্মাদ শহীদ হাসান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ তামীম আহমাদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মরিয়াম আখতার। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ ক্বামারুয্যামান।
মোল্লাপাড়া, রাজপাড়া, রাজশাহী ৩রা আগস্ট শনিবার : অদ্য সকাল ৭-টায় যেলার রাজপাড়া থানাধীন মোল্লাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল গফূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ মুরসালীন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ তামীমুল ইসলাম।