উত্তরঃ
বিতর ব্যতীত তাহাজ্জুদ ছালাতের সর্বনিম্ন রাক‘আত সংখ্যা হচ্ছে দুই (মুসলিম
হা/১৩৯, ‘মুসাফিরের ছালাত’ অধ্যায়)। এছাড়া রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
রাতের (নফল) ছালাত দু’রাক‘আত দু’রাক‘আত’ (বুখারী হা/৪৭২; মুসলিম হা/৭৪৯;
মিশকাত হা/১২৫৪)। অতএব সর্বনিম্ন দু’রাক‘আতও আদায় করা যাবে (বিস্তরিত দ্রঃ
ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ১০১)।