
উত্তর : যাবে। সফরে থাকা অবস্থায় মুসাফির ছালাত জমা‘ ও কছর করতে পারবে যদিও বাড়ি গিয়ে এশার ছালাতের ওয়াক্ত থাকবে বলে মনে হয় (নববী, আল-মাজমূ‘ ৪/১৮০; ইবনু কুদামাহ, মুগনী ২/২০৭; ফৎওয়া লাজনা দায়েমাহ ৮/১৫২)। তবে কেউ যদি ওয়াক্তের মধ্যে বাড়িতে এসে পূর্ণ ছালাত আদায় করে তাহ’লে তাতেও দোষ নেই (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৪২২)।
প্রশ্নকারী : শিহাবুদ্দীন, লালমণিরহাট।