উত্তর : যাবে। বিশেষ করে সিজদায় এবং শেষ বৈঠকে দরূদের পরে হাদীছে বর্ণিত যেকোন দো‘আ পাঠ করা যায়। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘সাবধান! আমাকে রুকূ ও সিজদায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। তাই তোমরা রুকূতে তোমাদের রবের মহিমা বর্ণনা কর। আর সিজদায় অতি মনোযোগের সাথে দো‘আ করবে। আশা করা যায়, তোমাদের দো‘আ কবূল করা হবে’ (মুসলিম হা/৪৭৯; মিশকাত হা/৮৭৩)। তিনি বলেন, বান্দা সিজদার সময়ে মহান আল্লাহ্র সর্বাধিক নৈকট্য লাভ করে। কাজেই এ সময় তোমরা অধিক পরিমাণে দো‘আ পাঠ করবে (মুসলিম হা/৪৮২; মিশকাত হা/৮৯৪)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, পুঠিয়া, রাজশাহী।