উত্তর : সদগুণাবলী সম্পন্ন স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য বিশেষ কোন দো‘আ কুরআন বা হাদীছে বর্ণিত হয়নি। তবে সারগর্ভ দো‘আ হিসাবে বেশী বেশী ‘রববানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতে হাসানাতাঁও ওয়া ক্বিনা আযা-বান্না-র’ দো‘আটি পাঠ করা যায়। এই দো‘আটি রাসূল (ছাঃ) অধিকহারে পাঠ করতেন (বুখারী হা/৬৮৩৯; মিশকাত হা/২৪৮৭), যা ছালাতের শেষ বৈঠকে ও ছালাতের বাইরে সর্বাবস্থায় পড়া যাবে। এছাড়া কোন ব্যক্তি সম্পর্কে আল্লাহর ইঙ্গিত পাওয়ার জন্য ছালাতুল ইস্তিখারা আদায় করা যায় (দ্র. ছালাতুর রাসূল (ছাঃ) ‘ছালাতুল ইস্তেখা-রাহ’ অনুচ্ছেদ)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, চট্টগ্রাম।