প্রশ্ন (২৮/১০৮) : মনে মনে এবং সরবে কুরআন তেলাওয়াত করার মাঝে কোন পার্থক্য আছে কি? এতে ছওয়াবের কোন কমবেশী হবে কি?
538 বার পঠিত
উত্তর: কোন পার্থক্য নেই। তবে অন্যের ছালাতে বিঘ্ন সৃষ্টি হ’তে পারে এমনভাবে তেলাওয়াত করা যাবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা একে অপরের চেয়ে উঁচু কণ্ঠে তেলাওয়াত কর না’ (আহমাদ; মিশকাত হা/৮৫৬, সনদ ছহীহ)।