উত্তর : কোন মাসবূক ভুল করে ইমামের সাথে এক বা দুই সালাম ফিরানোর পরে স্মরণ হ’লে তৎক্ষণাৎ দাঁড়িয়ে বাকী ছালাত আদায় করবে এবং ছালাত শেষে সালামের পূর্বে সহো সিজদা দিবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৮/২০৬)। ইমাম নববী (রহঃ) বলেন, যদি মাসবূক ইমামের সালামের পরে ভুল করে তাহ’লে তা ইমাম বহন করবে না। কারণ তার অনুসরণের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে গেছে (আল-মাজমূ‘ ৪/৬৪)। শায়েখ ওছায়মীন বলেন, ‘যদি জামা‘আতের কোন মুছল্লী ছালাতের মধ্যে ভুল করে এবং সে মাসবূক হয়, তাহ’লে তার উপর সহো সিজদা আবশ্যক হবে, যদি তার ভুল এমন হয় যা সিজদাকে ওয়াজিব করে (মাজমূ‘ ফাতাওয়া ১৪/৬৯৮)।
প্রশ্নকারী : বাচ্চু, মান্দা, নওগাঁ।
[*আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]