উত্তর : উক্ত বর্ণনাটি ভিত্তিহীন (আলবানী, সিলসিলা যঈফাহ হা/২৮২২)।
এ বর্ণনা সম্পর্কে ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘এইরূপ শব্দে রাসূল (ছাঃ)
থেকে কোন বর্ণনা কোন হাদীছ গ্রন্থে এসেছে বলে জানা যায় না এবং কোন
বিদ্বানের নিকট এটি পরিচিত নয়। বরং তাদের নিকটে এটি মওযূ‘ বা জাল’ (ইবনু তায়মিয়াহ, বায়ানু তালবীসিল জাহমিয়াহ ৬/৫১৮)।
উল্লেখ্য, আল্লাহ বলেছেন, ‘আল্লাহর রং। আর আল্লাহর রংয়ের চাইতে উত্তম রং কার আছে? আমরা তাঁরই ইবাদত করি’ (বাক্বারাহ ২/১৩৮) এর অর্থ, তোমরা আল্লাহর দ্বীনকে অপরিহার্য রূপে ধারণ কর। তার চাইতে উত্তম দ্বীন কার আছে? আর তোমরা বল যে, আমরা সবাই আমাদের রব-এর ইবাদত করি।