উত্তর : উক্ত মহিলার মুসলিম ভাই জীবিত থাকায় তার অভিভাবক সেই-ই হবে। সে আধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিবাহের ব্যবস্থা করবে। আবার নির্ভরযোগ্য কাউকে অলীর দায়িত্ব দিতে পারে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৩/৩৮৭)। এরূপ সুযোগ না থাকলে সরকারী প্রতিনিধি অভিভাবক হয়ে এরূপ নওমুসলিম মহিলার বিবাহের ব্যবস্থা করবে (আবুদাউদ হা/২০৮৩; মিশকাত হা/৩১৩১, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : সাখাওয়াত হোসাইন, মান্দা, নওগাঁ।