উত্তর : আপন ভাই-বোন অসহায় হ’লে তাদের যাকাতের অর্থ দেওয়া জায়েয। কারণ তাদের উপর খরচ করা ভাইয়ের জন্য অপরিহার্য নয়। বরং আত্মীয়কে যাকাত দিলে দ্বিগুণ ছওয়াব পাওয়া যাবে। একগুণ দানের জন্য ও আরেকগুণ আত্মীয়কে দান করার মাধ্যমে সম্পর্ক রক্ষার জন্য (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/৪২২-৪২৩)। রাসূল (ছাঃ) বলেন, মিসকীনকে দান করলে একটি দান করার ছওয়াব হয়। কিন্তু আত্মীয়কে দান করলে দু’টি ছওয়াব হয়; দান করার ছওয়াব এবং আত্মীয়তা বজায় রাখার ছওয়াব (নাসাঈ হা/২৫৮২; মিশকাত হা/১৯৩৯; ছহীহুত তারগীব হা/৮৯২)।
প্রশ্নকারী : আব্দুল হাই, সিলেট।