উত্তর : ভুল করে হজ্জ বা ওমরা পালনকারী জাঙ্গিয়া পরে হজ্জ বা ওমরা সম্পাদন করে থাকলে তাকে কাফফারা বা কোন জরিমানা দিতে হবে না (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৭/২৩৯)। আল্লাহ বলেন, ‘হে আমাদের প্রতিপালক! আমরা যদি ভুলে যাই বা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করো না’ (বাক্বারাহ ২/২৮৬)। তবে ইচ্ছাকৃতভাবে পরিধান করা যাবে না। কারণ নবী করীম (ছাঃ) ইহরাম অবস্থায় হজ্জ বা ওমরাযাত্রীকে পাঞ্জাবী, পায়জামা, পাগড়ি, চামড়ার মোযা ইত্যাদি পরিধান করতে নিষেধ করেছেন (বুখারী, মিশকাত হা/২৬৭৮)। এই নিষেধাজ্ঞা শুধু এসব জিনিসের মধ্যে
সীমাবদ্ধ নয়; বরং এটি জুববা, গাউন, টুপি, কাপড়ের মোযা, তুববান বা আন্ডারওয়্যার এবং এ জাতীয় অন্যান্য পোষাককেও অন্তর্ভুক্ত করে’ (ই‘লামুল মুআক্বিঈন ১/২০৫-২০৭)।
প্রশ্নকারী : সাইফুর রহমান, চট্টগ্রাম।