উত্তর : নিজের দৈহিক আমল অন্যকে দেওয়া যায় না। কেননা কর্ম যার পুরষ্কার তারই (নাজম ৫৩/৩৯)।
সুতরাং বই লিখে কারও উদ্দেশ্যে উৎসর্গ করার অর্থ যদি তার ছওয়াব পৌঁছানো
হয়, তবে তা বিদ‘আত হবে। সালাফে ছালেহীন থেকে এমন কোন আমল পাওয়া যায় না। আর
যদি এর দ্বারা উদ্দেশ্য হয় স্রেফ কারু প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা,
তবে তা মৌলিকভাবে জায়েয হ’লেও পরিত্যাগ করাই উত্তম। কেননা এটা পশ্চিমা
সংস্কৃতির অনুসরণমাত্র।