উত্তর : এভাবে ছালাত আদায় জায়েয। যদি দাঁড়াতে সক্ষম হয়, তবে দাঁড়িয়ে ছালাত পড়বে। যদি দীর্ঘক্ষণ দাঁড়ানোতে কষ্ট হয় তবে যতটুকু দাঁড়ানো সম্ভব ততটুকু দাঁড়িয়ে, পরে বসে ছালাত আদায় করবে। যদি একেবারেই দাঁড়াতে না পারে তবে বসে পুরো ছালাত আদায় করবে। যদি বসতেও না পারে তাহ’লে শুয়ে ইশারা (ইশারার মাধ্যমে রুকূ-সিজদা) করে ছালাত আদায় করবে। রুকূ করার সময় মাথা সামান্য নিচু করবে এবং সিজদার সময় রুকূর চেয়ে অধিক নিচু করবে (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/৪৪১)। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তুমি দাঁড়িয়ে ছালাত পড়, যদি তা না পার তবে বসে পড়, আর যদি তাও না পার তবে পাশে ঠেস দিয়ে বা শুয়ে আদায় কর’ (বুখারী হা/১১১৬-১৭)।
প্রশ্নকারী : সুজন শেখ, ভারত।