
উত্তর : কুরআনের আয়াত সম্বলিত নোটপত্র হাতে নিয়ে টয়লেটে প্রবেশ করা নিষেধ। কারণ এতে কুরআনের চরম অসম্মান হয়। তবে কারো পকেটের ভিতর বা ব্যাগের ভিতরে থাকলে তাতে দোষ নেই (ইবনু কুদামাহ, মুগনী ১/১২৩; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/১০৯)।
প্রশ্নকারী : সামীউল ইসলাম, মান্দা, নওগাঁ।