উত্তর :
ঈদের ময়দানে মুছল্লীদের জন্য শামিয়ানার মাধ্যমে ছায়ার ব্যবস্থা করার কোন
বিধান নেই। রাসূলুল্লাহ (ছাঃ) এবং তাঁর ছাহাবীগণ মসজিদে নববী থেকে ৫০০ গজ
পূর্বে বাত্বহান প্রান্তরে খোলা ময়দানে ঈদায়নের ছালাত আদায় করতেন (মির‘আত ৫/২২)।
সেখানে কোন ছায়ার ব্যবস্থা ছিল না। উল্লেখ্য যে, রাসূল (ছাঃ) এক নেযা
(সাড়ে ছয় হাত) পরিমাণ সূর্যোদয়ের পর ঈদুল আযহা এবং দুই নেযা পরিমাণ
সূর্যোদয়ের পর ঈদুল ফিৎরের ছালাত আদায় করতেন (মির‘আত ৫/৬২, ফিক্বহুস সুন্নাহ ১/২৩৮)। অতএব সুন্নাত মেনে ছালাত আদায় করলে শামিয়ানার কোন প্রয়োজন হয় না।