উত্তর : এরূপ অবস্থায় যোহরের ছালাত আদায় করবে। শায়েখ উছায়মীন (রহঃ) বলেন, ‘যদি কেউ দেশের বাইরে থাকে এবং তার মসজিদ থেকে দূরত্ব তিন মাইলের বেশী হয়, তবে তার ওপর জুম‘আর ছালাত জামা‘আতের সাথে আদায় করা ফরয নয়’ (আশ-শারহুল মুমতে‘ ৫/১৫)। তিনি আরো বলেন, জুম‘আর ছালাত বন-জঙ্গল বা নির্জন স্থানে আদায় করা যায় না, চাই মানুষ ভ্রমণরত থাকুক বা স্বীয় আবাসস্থলে থাকুক। বিদ্বানগণ বলেন, রাসূল (ছাঃ) এর যুগে যেসব পল্লী বা এলাকা নির্জন ছিল, সেখানে জুম‘আ আদায় করা হ’ত না। বরং জুম‘আ আদায় করা হ’ত জনবসতিপূর্ণ গ্রাম ও নগরীগুলোতে (মাজমূ‘ ফাতাওয়া ১৬/৬৯)। তবে সাধ্যমত জুম‘আর ছালাত আদায়ের জন্য মসজিদে যাওয়ার চেষ্টা করবে। অন্তত প্রতি তিন জুম‘আ পরপর হ’লেও মসজিদে যাওয়ার চেষ্টা করবে (আবূদাউদ হা/১০৫২; মিশকাত হা/১৩৭১)।
প্রশ্নকারী : সাজিদুল ইসলাম, সিঙ্গাপুর।