
উত্তর : ঘুম থেকে যখনই জাগ্রত হবে তখনই পবিত্রতা অর্জন করে ছালাত আদায় করবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ছালাত আদায় করতে ভুলে যায় অথবা আদায় না করে ঘুমিয়ে পড়ে, তার কাফ্ফারা হ’ল যখনই তা স্মরণ হবে তখনই ছালাত আদায় করে নিবে (বুখারী হা/৫৯৭)। অন্য বর্ণনায় আছে, ঐ ছালাত আদায় করে নেয়া ছাড়া তার কোন প্রতিকার নেই (মুসলিম হা/৬৮৪; মিশকাত হা/৬০৩)। তবে ইচ্ছা করে বা অবহেলাবশত নিয়মিত এমন কাজ করা যাবে না।
প্রশ্নকারী : হাসান, কুমিল্লা।