
উত্তর : একই মসজিদে একাধিকবার নফল ছালাতের জামা‘আত করাতে দোষ নেই। অর্থাৎ কোন মসজিদে প্রথম রাতে আট রাক‘আত আবার শেষ রাতে আট রাক‘আত নফল ছালাত আদায়ের ব্যবস্থা করা যায় (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৮২; ছালেহ ফাউযান, ইত্তিহাফু আহলিল ঈমান ৬৮-৬৯ পৃ.)। মুছল্লীদের জন্য যে কোন একবার আদায়ই যথেষ্ট।
প্রশ্নকারী : আব্দুল আহাদ, বংশাল, ঢাকা।