উত্তর : সাধারণভাবে
এতে কোন দোষ নেই। কিন্তু ব্যবসা-বাণিজ্যে অধিক লাভ বা কল্যাণের উদ্দেশ্যে
এরূপ আগরবাতি জ্বালালে তা অবশ্যই শিরক হবে। দোকান, বাড়ী বা নিজেকে
সুগন্ধিময় রাখা উত্তম অভ্যাসের অন্তর্ভুক্ত। মা আয়েশা (রাঃ) বলেন, দুনিয়ার
তিনটি বস্ত্ত রাসূল (ছাঃ)-এর পসন্দ ছিল। যার দু’টি তিনি পেয়েছিলেন, একটি
পাননি। তিনি নারী ও সুগন্ধি লাভ করেছিলেন। কিন্তু খাদ্য অর্জন করতে পারেননি
(আহমাদ, মিশকাত হা/৫২৬০ ‘রিক্বাক্ব’ অধ্যায়, ‘দারিদ্রের ফযীলত ও নবী করীম (ছাঃ)-এর জীবন যাপন’ অনুচ্ছেদ)।
অন্য এক বর্ণনায় রাসূল (ছাঃ) বলেছেন, ‘আমার নিকট পসন্দনীয় হচ্ছে সুগন্ধি,
নারী ও ছালাত, যে ছালাতকে আমার চোখের জন্য শীতল করে দেওয়া হয়েছে (নাসাঈ, মিশকাত হা/৫২৬১, সনদ হাসান)।