
উত্তর : জামা‘আতে ছালাত আদায় করার ক্ষেত্রে পুরুষ বা স্বামী সামনে দাঁড়াবে এবং নারী/স্ত্রী পিছনে দাঁড়াবে। সে জামা‘আত ফরয ছালাতের হৌক বা নফল ছালাতের হৌক (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/১৭৪৪১, মাজমাউয যাওয়ায়েদ হা/৭৫৪৭, সনদ ছহীহ)। আর যেকোন ছালাত আলাদাভাবে আদায়কালে স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়ালে সমস্যা নেই। কিন্ত গায়র মাহরাম হ’লে সর্বদা পিছনে দাঁড়াবে বা পর্দার আড়ালে দাঁড়িয়ে ছালাত আদায় করবে (বুখারী হা/৩৮০; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/৭)।
প্রশ্নকারী : আ‘রাফ, মহাদেবপুর, নওগাঁ।