উত্তর : রাসূল (ছাঃ) মসজিদে নববীর বাইরে ৫০০ গজ পূর্বে ‘বাত্বহান’ সমতলভূমিতে খোলা ময়দানে ঈদের ছালাত আদায় করতেন (ইবনু মাজাহ হা/১৩০৪; যাদুল মা‘আদ ১/৪২৫ পৃঃ; মির‘আত ৫/২২ পৃঃ)।
মসজিদে ঈদের ছালাত আদায়ের প্রমাণে কোন ছহীহ হাদীছ নেই। বৃষ্টির কারণে
একবার রাসূলুল্লাহ (ছাঃ) ঈদের ছালাত মসজিদে পড়িছিলেন মর্মের হাদীছটি যঈফ’ (মিশকাত হা/১৪৪৮, যঈফ আবুদাঊদ হা/২১৩; যঈফ ইবনে মাজাহ হা/২৭০)। তবে বৃষ্টি বা অন্য যেকোন বাধ্যগত কারণে মসজিদে পড়া যেতে পারে (আলবানী, ছালাতুল ঈদায়েন ফিল মুছল্লা, পৃঃ ৩৫)।