উত্তর :
এতে কোন শারঈ বাধা নেই। তবে চিকিৎসকদের মতে, গোসলের পর খালি পেটে ফল খাওয়া
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যা পেটে অ্যাসিড সৃষ্টি করে। কারণ প্রতিটি ফলেই
থাকে বিভিন্ন ধরনের অ্যাসিড। সাধারণত কেউ যখন গোসল করে আসে, তখন তার
ক্ষুধা অনুভূত হয়। তাতে পেটের খালি অন্ত্রের বিভিন্ন কোষ থেকে নির্গত হয়
নানা প্রকারের রস এবং অ্যাসিড। তখন ফল খেলে তার অ্যাসিড ও অন্ত্রের অ্যাসিড
এবং বিভিন্ন পাচক রসের মধ্য বিক্রিয়ার ফলে অমল রোগ দেখা দিতে পারে। তাই
খালি পেটে ফল না খাওয়াই উচিৎ। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা ক্ষতি করো না ও
ক্ষতিগ্রস্ত হয়ো না’ (ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০)।