রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে আজ১১ই এপ্রিল, শুক্রবার, জুম'আর ছালাতের পর আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশ ও মানববন্ধন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনেরআমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, “ইসরাল গত সাত দশকধরে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় ফিলিস্তিনি জনগণের উপর বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে।আজ পুরো গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নির্মম গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকেঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।

তিনি বর্তমান বাংলাদেশ সরকারকে ধন্যবাদজানান,ফিলিস্তিনের পক্ষে নেওয়া সাহসী অবস্থানের জন্য। একইসঙ্গে তিনিআহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনে নিয়মিত ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টিতুলে ধরেন এবং দেশবাসীকে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আগামীকাল শনিবার মার্চ ফর গাযাকর্মসূচীকে স্বাগত জানানএবং জনগণকে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান।

এছাড়াও প্রফেসর ড. গালিব ইসরালে ভারতের সেনা প্রেরণ এবং ওয়াক্ফআইন সংস্কারের নামে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “ইসরাল নামক সন্ত্রাসীরাষ্ট্রটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য এক ভয়ংকর হুমকি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকারসংস্থাগুলো একতরফা গণহত্যার বিপরীতে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না- এটি অত্যন্ত লজ্জাজনক।

উক্ত কর্মসূচীতে বাংলাদেশ জমঈয়তেআহলেহাদীছের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন। হাজারো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাজশাহীরজিরো পয়েন্ট এক বিশাল গণজোয়ারে পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদসাখাওয়াত হোসাইন, গবেষণা সম্পাদক ড. কাবীরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানাআলতাফ হোসাইন, যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সহ-সভাপতিআবুল কালাম, জমঈয়তে শুব্বানে আহলেহাদীসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ওরাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার প্রফেসর ড.ইফতিখারুল আলম মাসঊদ, জমঈয়তে আহলেহাদীসের কেন্দ্রীয় উপদেষ্টা ড. আহমাদুল্লাহ, রাজশাহীমহানগরী প্রচার সম্পাদক মাওলানা আমীনুল ইসলাম প্রমুখ








প্রকৃত আহলেহাদীছ কখনো জঙ্গী নয় - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
Protest Statement by Ahle Hadeeth Andolon Bangladesh against a false and baseless report by Michael Rubin headed by Is Bangladesh the next Afghanistan?
ফিলিস্তিনের পক্ষে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিশাল গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
দুনিয়াবী স্বার্থে নয়, পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করুন!
‘পিস টিভি’র বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সন্ত্রাসী ও জঙ্গী রাষ্ট্র ইসরাঈলের আগ্রাসন থেকে ফিলিস্তীনকে রক্ষা করা বিশ্বসমাজের আবশ্যক দায়িত্ব!
তুহফায়ে রামাযান ( সাহারী ও ইফতারের সময়সূচী ) (২০২৫)
বর্ষবরণের নামে মূর্তিনির্ভর আনন্দ শোভাযাত্রার আয়োজন বন্ধ করুন!
আব্দুল্লাহিল কাফী মাদানীর আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ সম্পর্কে ওলামায়ে কেরামের মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাইকেল রুবিনের প্রতিবেদন "বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান?" -এর বিরুদ্ধে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের প্রতিবাদ
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মপরিষদ পুনর্গঠন
আরও
আরও
.