আল্লাহ বলেন, 'হে বিশ্বাসীগণ। তোমাদের উপর ছিয়াম ফরয করা হ'ল, যেমন তা ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা আল্লাহভীরু হ'তে পার' (বাকারাহ ২/১৮৩)।
রাসূল (ছাঃ) বলেন, সূর্যাস্তের সাথে সাথে ছায়েম ইফতার করবে’ (বুখারী হা/১৯৫৪; মুসলিম হা/১১০০; মিশকাত হা/১৯৮৫)।
তিনি বলেন, ‘মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহূদী ও নাছারারা দেরীতে ইফতার করে’ (বুখারী হা/১৯৫৭; আবুদাঊদ, মিশকাত হা/১৯৮৪, ৯৫)।
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে "ছিয়াম"-এর বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জনের জন্য জানতে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রচিত "ছিয়াম ও ক্বিয়াম" বইটি পাঠ করুন। যোগাযোগ : হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ বিক্রয় কেন্দ্র : 01770-800900 (Imo&WhatsApp)।
|