
বাংলা নববর্ষ১লা বৈশাখকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে মূর্তিনির্ভর “আনন্দ শোভাযাত্রা” আয়োজনের যে প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন Ôআহলেহাদীছ আন্দোলনবাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।এক বিবৃতিতে তিনি বলেন, ১লা বৈশাখ উপলক্ষে এরূপআনন্দ শোভাযাত্রার সাথে ইসলামী সভ্যতা-সংস্কৃতির বিন্দুমাত্র সম্পর্ক নেই। এ উপলক্ষেযেকোন আয়োজন হিন্দুয়ানী সংস্কৃতি মাত্র। মূলত দেব-দেবীকে উদ্দেশ্য করে এসব আচার অনুষ্ঠানেরমাধ্যমে দেশের সংখ্যালঘু হিন্দু গোষ্ঠী কল্যাণ কামনা করে থাকে। তারা তাদের বিশ্বাসঅনুযায়ী মঙ্গলের প্রতীক হিসাবে পেঁচা, রামের বাহন হিসাবে হনুমানইত্যাদি জন্তু-জানোয়ারের প্রতিকৃতি সহ নানা মুর্তি নিয়ে এদিন শোভাযাত্রা করে। অথচ তাদেরসংস্কৃতি কিছু কাটছাট করে বাংলাদেশী সংস্কৃতি হিসাবে চালিয়ে দিয়ে ৯০ শতাংশ মুসলিমেরদেশে এসব স্পষ্ট শিরকী কার্যকলাপ চাপিয়ে দেওয়া চরম অন্যায়।
তিনি বলেন, নির্দলীয় সরকারেরপ্রতি আমাদের দাবী,“আনন্দ শোভাযাত্রা” নামে মূর্তি-ভিত্তিককার্যক্রম বাতিল করুন। সাংস্কৃতিক কার্যক্রমে ইসলামী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেন এমন কোনো আয়োজন না হয়, যা সংখ্যাগরিষ্ঠ নাগরিকেরধর্মবিশ্বাসকে আঘাত করে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দুয়ারী নয় বরং ইসলামী সংস্কৃতি ও কৃষ্টিচর্চায় উৎসাহ প্রদান করুন।