
সম্প্রতি মাইকেল রুবিন নামক জনৈক ব্যক্তি কর্তৃক রচিত একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশকে বিভ্রান্তিকরভাবে চরমপন্থী মতাদর্শের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে থেকে "বাংলাদেশকে আফগানিস্তান বানানোর" পক্ষে কাজ করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাদের সংগঠনের মূলনীতি ও আদর্শের সম্পূর্ণ বিপরীত।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি-
- আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কখনোই বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কোনো আহ্বান জানায়নি বা এমন কোনো মতবাদকে সমর্থন করে না।
- আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সহিংসতা, চরমপন্থা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না।
- আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারের পক্ষপাতী এবং ধর্ম ও রাজনীতির নামে সকল প্রকার চরমপন্থা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে।
আমরা উক্ত প্রতিবেদক কর্তৃক আমাদের সংগঠনকে চরমপন্থী মতবাদের সাথে জড়ানোর এই দূরভিসন্ধিমূলক প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। এ ধরনের বিভ্রান্তিকর ও কপোলকল্পিত তথ্য কেবল মিথ্যাচারই নয়, বরং সমাজের স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
আমরা সকল গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, এ ধরনের তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করুন। পাশাপাশি এই মিথ্যা প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই।
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে ইসলামের বিশুদ্ধ শিক্ষা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে কোনো চরমপন্থী বক্তব্য, স্লোগান বা কর্মকাণ্ডকে ইসলামের মৌলিক শিক্ষার বিপরীত মনে করি এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।