অদ্য ২৪শে আগস্ট বৃহস্পতিবার ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত ৩২তম বার্ষিক কর্মী সম্মেলনে প্রদত্ত উদ্বোধনী ভাষণে সংগঠনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হ’ল সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত বিধানকে বাস্তবায়ন করা। আজ মুসলিম উম্মাহসহ বিশ্বসমাজে পরস্পর হানাহানি, দুর্নীতি, যুলুম, সামাজিক অবিচার, দারিদ্র, এবং নৈতিক অধঃপতনের চুড়ান্ত সীমা অতিক্রম করছে। তার পিছনে একমাত্র কারণ আল্লাহর বিধানকে অগ্রাহ্য করা। তিনি উপস্থিত নেতা-কর্মীদেরকে সমাজের সর্বস্তরে ইসলামের শান্তি ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়া এবং দুর্নীতি ও যুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান।
দু’দিনব্যাপী কর্মী সম্মেলনে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ছফীউল্লাহ, অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, অধ্যাপক জালালুদ্দীন, বাংলাদেশ আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী , ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ড. আব্দুল হালীম, ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, বাংলাদেশ আহলেহাদীছ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নূরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দেশের অধিকাংশ যেলা থেকে নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।