আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! -কর্মী সম্মেলনে ড. গালিব

অদ্য ২৪শে আগস্ট বৃহস্পতিবার ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত ৩২তম বার্ষিক কর্মী সম্মেলনে প্রদত্ত উদ্বোধনী ভাষণে সংগঠনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হ’ল সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত বিধানকে বাস্তবায়ন করা। আজ মুসলিম উম্মাহসহ বিশ্বসমাজে পরস্পর হানাহানি, দুর্নীতি, যুলুম, সামাজিক অবিচার, দারিদ্র, এবং নৈতিক অধঃপতনের চুড়ান্ত সীমা অতিক্রম করছে। তার পিছনে একমাত্র কারণ আল্লাহর বিধানকে অগ্রাহ্য করা। তিনি উপস্থিত নেতা-কর্মীদেরকে সমাজের সর্বস্তরে ইসলামের শান্তি ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়া এবং দুর্নীতি ও যুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান।

দু’দিনব্যাপী কর্মী সম্মেলনে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ছফীউল্লাহ, অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, অধ্যাপক জালালুদ্দীন, বাংলাদেশ আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী , ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ড. আব্দুল হালীম, ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব,  বাংলাদেশ আহলেহাদীছ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নূরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দেশের অধিকাংশ যেলা থেকে নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি ২৫ শে সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়।







আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মপরিষদ পুনর্গঠন
তুহফায়ে রামাযান ( সাহারী ও ইফতারের সময়সূচী ) (২০২৪)
প্রকৃত আহলেহাদীছ কখনো জঙ্গী নয় - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আব্দুল্লাহিল কাফী মাদানীর আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘পিস টিভি’র বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! -কর্মী সম্মেলনে ড. গালিব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দুনিয়াবী স্বার্থে নয়, পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করুন!
আহলেহাদীছ সম্পর্কে ওলামায়ে কেরামের মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযানে কর্মীদের প্রতি আমীরে জামা'আতের আহ্বান - .
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.