১৯শে নভেম্বর মঙ্গলবার হেলিপ্যাড ময়দান, ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী-পূর্ব : অদ্য দুপুর ২-টা থেকে রাত ৯-টা পর্যন্ত যেলার বাগমারা উপযেলাধীন ভবানীগঞ্জ হেলিপ্যাড ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি সূরা ফাতিহার ৫ম আয়াত তেলাওলাত করে বলেন, ছিরাতে মুস্তাক্বীম সর্বদা সরল, সুদৃঢ় ও অপরিবর্তনীয়। যুগ বা সমাজ তাকে পরিবর্তন করতে পারে না। বরং সেই-ই সবকিছুকে পরিবর্তন করে দেয় ও মানুষকে তার পথে পরিচালিত করে। তাই ছোট-বড় উঁচু-নীচু সকল পর্যায়ের মানুষেরই সর্বদা সর্বাবস্থায় আল্লাহর হেদায়াত প্রয়োজন। যার শেষ ঠিকানা হ’ল জান্নাত।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, কেন্দ্রীয় অফিস সহকারী মাওলানা আনোয়ারুল হক, রাজশাহী-সদর সাংগঠনিক যেলা সভাপতি মাওলানা দুররুল হুদা, যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি অধ্যাপক ফারূক আহমাদ, বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান, বাগমারা উপযেলা-পূর্ব-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন তাহেরপুর এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আবুল কালাম। সম্মেলনে রাজশাহী-পূর্ব ও পশ্চিম ছাড়াও রাজশাহী-সদর, নওগাঁ, নাটোর প্রভৃতি যেলা সমূহ থেকে বিপুল সংখ্যক কর্মী ও শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।






আরও
আরও
.