উত্তর : অমুসলিমদের নিকট দো‘আ চাওয়া যাবে না। আর তাদের দো‘আ কবুলও হবে না। আল্লাহ বলেন, বস্ত্তত (আল্লাহকে ছেড়ে) কাফেরদের প্রার্থনা কেবলই নিষ্ফল (রা‘দ ১৩/১৪)। তবে তারা নিজেদের হেদায়াতের জন্য বা দুনিয়াবী সাহায্যের জন্য দো‘আ করলে তাদের দো‘আয় আমীন বলা যাবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ঊল ফাতাওয়া ১/২২৩)। আর ভুলক্রমে কাফেরদের থেকে দো‘আ চাওয়া হ’লে পাপ হবে না।
প্রশ্নকারী : রাফাত, ঢাকা।