উত্তর :
জামা‘আতে ছালাত আদায়ের জন্য স্থানিক ঐক্য থাকা যরূরী। পৃথক পৃথক স্থানে
অবস্থানকারী মুছল্লীগণ একজন ইমামের নেতৃত্বে ছালাত আদায় করেছেন, এরূপ কোন
প্রমাণ রাসূল (ছাঃ) থেকে পাওয়া যায় না। সুতরাং মোবাইলে প্রবাস থেকে এরূপ
অংশগ্রহণ শরী‘আতসম্মত হবে না। উপরন্তু জানাযার ছালাত ফরযে কিফায়াহ। কিছু
লোক আদায় করলে সকলের জন্য যথেষ্ট হয়। সুতরাং তাতে অংশগ্রহণ করতেই হবে এরূপ
কোন বাধ্যবাধকতা নেই। বরং প্রবাস থেকে মৃতের জন্য প্রাণ খুলে দো‘আ করবেন,
আল্লা-হুম্মাগফির লাহূ ওয়ারহামহু... (হে আল্লাহ! তুমি তাঁকে ক্ষমা কর ও তার
উপর রহম কর) ইত্যাদি বলে (মুসলিম, মিশকাত হা/১৬৫৫)।