উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা ঘুমানোর সময় চোখে ‘ইছমাদ’ সুরমা লাগাও। এতে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় এবং ভ্রুতে নতুন লোম গজায়’ (ইবনু মাজাহ হা/৩৪৯৬, ছহীহাহ হা/৭২৪)। অন্য বর্ণনায় তিনি বলেন, এটা চোখের ময়লা দূর করে এবং চক্ষু পরিষ্কার করে (ত্বাবারাণী, ছহীহাহ হা/৬৬৫)।
অতএব পুরুষেরা হাদীছে বর্ণিত উপকারিতা লাভের উদ্দেশ্যে চোখে সুরমা লাগাবে;
সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে নয়। আর মেয়েরা চোখের উপকারিতা এবং স্বামীর
নিকট সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সুরমা লাগাবে।