উত্তর : সফর অবস্থায় ছালাত জমা করা যাবে। কারণ জুম‘আ যোহরের স্থলাভিষিক্ত (মু‘জামুল কাবীর হা/৯৫৪৫, ৯৫৪৭; তামামুল মিন্নাহ ১/৩৪০; মাজমা‘উয যাওয়ায়েদ হা/৩১৭১, সনদ হাসান)। রাসূল (ছাঃ) যোহরের সাথে আছরের ছালাত জমা করেছেন। মু‘আয বিন জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাবূক যুদ্ধে মনযিল ত্যাগের পূর্বে সূর্য ঢলে গেলে যোহর ও আছর-এর ছালাত একত্রে পড়তেন। যদি সূর্য ঢলার পূর্বে প্রস্থান করতেন, তখন যোহরকে বিলম্ব করে যোহর ও আছর একত্রে পড়তেন (আবুদাঊদ হা/১২০৮; মিশকাত হা/১৩৪৪ ‘সফরের ছালাত’ অনুচ্ছেদ)।