উত্তর : একাধিক স্ত্রী থাকাকালীন স্বামীকে লটারীর মাধ্যমে সফর সঙ্গিনী নির্বাচন করতে হবে। আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) কোন সফরে বের হ’লে তাঁর সহধর্মিণীগণের মধ্যে লটারীর মাধ্যমে (নির্বাচিত করে) যার নাম উঠত তাকে সাথে নিয়ে যেতেন (বুখারী হা/২৫৯৩; মিশকাত হা/৩২৩২)। অতএব স্বামী লটারী করবে বা অন্য স্ত্রীর সম্মতি নিয়ে কোন একজনকে সফরসঙ্গী বানাবে (নববী শরহ মুসলিম ১৫/২১০; ইবনু কুদামা, মুগনী ১০/২৫৩)।
প্রশ্নকারী : আশরাফুল ইসলাম, বদলগাছি, নওগাঁ।