উত্তর : কারো প্রতি মহববত সৃষ্টি হওয়া মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। এক্ষণে বিবাহের উদ্দেশ্যে কোন মেয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হ’লে বৈধ অভিভাবকের নিকটে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহের ব্যবস্থা করবে। রাযী না হ’লে তাক্বওয়া অবলম্বন করবে এবং আসক্তি দূর করার চেষ্টা করবে (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব; ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৯/০২)।
প্রশ্নকারী : তাওহীদ, রংপুর।