গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. যে অহী ছালাতে বা অন্য সময়ে পাঠ করা হয়, অর্থাৎ কুরআন মাজীদ; এর ভাব ও ভাষা মহান আল্লাহর।

২. যে অহী সাধারণভাবে পাঠ করা হয় না, অর্থাৎ রাসূলুল্লাহ (ছাঃ)-এর হাদীছ; এর ভাব আল্লাহর। কিন্তু ভাষা রাসূলুল্লাহ (ছাঃ)-এর।

৩. দু’টি। যথা- (ক) স্বপ্নযোগে (ছাফফাত ৩৭/১০২-১০৫), (খ) জাগ্রত অবস্থায় পর্দার আড়াল থেকে (আ‘রাফ ৭/ ১৪৩)

৪. ৬ (ছয়) টি।

৫. (ক) ঘন্টার ধ্বনির ন্যায় (ছহীহ বুখারী হা/২), (খ) ফেরেশতার মনুষ্য আকৃতিতে আগমন (ঐ), (গ) ফেরেশতার নিজস্ব আকৃতিতে আগমন (ছহীহ বুখারী হা/৩৮৮৭; ছহীহ মুসলিম হা/৪৩৩), (ঘ) সত্য স্বপ্ন (ছহীহ বুখারী হা/৩), (ঙ) আল্লাহ তা‘আলা থেকে সরাসরি অহী লাভ (আল-ইতকান ১/৪৪ পৃঃ), (চ) অন্তরে নিক্ষেপ করা (মিশকাত হা/৫৩০০)

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)-এর সঠিক উত্তর

১. বৃষ্টির কণা।       ২. সাতটি।            ৩. সবুজ।

৪. সবুজ ও কমলা।   ৫. সকালে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. পবিত্র কুরআনে মোট কয়টি সূরা রয়েছে?

২. পবিত্র কুরআনের সূরা সমূহ কয় শ্রেনীতে বিভক্ত ও কি কি?

৩. পবিত্র কুরআনের যে সমস্ত সূরা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে, সেগুলোকে কি বলে?

৪. পবিত্র কুরআনের যে সকল সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, সেগুলোকে কি বলে?

৫. মক্কা ও মদীনায় অবতীর্ণ মোট সূরা কয়টি?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান)

১. মহাসাগর কাকে বলে?        ২. সাগর কাকে বলে?

৩. উপসাগর কাকে বলে?        ৪. হরদ কাকে বলে?

৫. পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে ও কি কি?

সংগ্রহে : বযলুর রহমান

 কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সৃষ্টিকর্তা

সাজ্জাদ বিন সাইফুল

হারাগাছ, রংপুর।

হে আল্লাহ! তুমি মালিক

তুমি বিধাতা,

তুমি মোর জীবনদাতা

তুমি সৃষ্টিকর্তা।

তোমার হাতে জীবন-মরণ

তোমার হাতে সব,

তোমার নামে পাখ-পাখালী

করে কলরব।

তোমার নামে ছালাত পড়ি

রামাযান এলে ছিয়াম,

তোমার তরে রাত্রিকালে

করি আমি কিয়াম।

গ্রীষ্ম এলে দাও গো রোদ

বর্ষা এলে পানি,

তোমার নামে দেই যে যাকাত

তোমায় সদা মানি।

রাসূলের পথে

মুহাম্মাদ আব্দুল বারী

চককীর্ত্তি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

আল্লাহর পথের পথিক মোরা

ভয় করি না কাউকে

কুরআন ও হাদীছের দাওয়াত

দিব মোরা সবাইকে।

এস সবে ছহীহ হাদীছ পড়ি

রাসূলের আদর্শে জীবন গড়ি।

রাসূলই সঠিক পথের দিশারী

তিনিই মোদের নেতা,

তাঁর দেখানো পথেই মোদের

চলতে হবে সদা।

আত-তাহরীক পড়ি

ইলিয়াস আল-জাবের

সপুরা, মিয়াপাড়া, রাজশাহী।

প্রতি মাসে মনোযোগ দিয়ে

আত-তাহরীক পড়ি ভাই

এরই মাঝে সদা আমি

সঠিক দ্বীনী শিক্ষা পাই।

প্রথম হ’তে শেষ পর্যন্ত

পড়ি সকল বাণী,

ভাল লাগে তাইতো আমি

আত-তাহরীক কিনি।

মজার দেশ

ইউসুফ আলী

ভেলাবাড়ী, আদিতমারী, লালমনিরহাট।

এক যে ছিল মজার দেশ!

সব রকমের ভাল।

কুরআন-হাদীছ অাঁধার যেন,

ফেকাহই তাদের আলো।

ছালাত-ছাওমে হয় না মুক্তি

পীর ও মাযার পূজায় পার।

নারীরা সব চাকরি করে,

পুরুষরা থাকে বেকার।

অহি-র কথা বলে যারা,

জঙ্গী বলে তাদের ধরে।

চোর-ডাকাত-খুনি যারা

তাদেরই সমাদর করে।

অধিকাংশ মুসলিম থাকতে

আইন এখানে চলে কার?

অহি-র বিধান হয় না কায়েম

আইন চলে সব জনতার।

মজার দেশের মজার কথা,

বলব কত আর?

শিক্ষাকে সংস্কার করলে

হবে পরিষ্কার।






আরও
আরও
.