(১) রাজশাহী-সদর যেলার পবা উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা ও নওহাটা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ সালাফী (৬৩) পাকস্থলিতে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৪ই জুন মঙ্গলবার বিকাল ৬-টা ৫০ মিনিটে রাজশাহী শহরের বর্ণালীস্থ ডলফিন ক্লিনিকে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল ৮-টায় নওহাটা সরকারী কলেজ ময়দানে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। জানাযায় ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদা, পবা উপযেলার সভাপতি মাওলানা আবুবকর ছিদ্দীকসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অতঃপর তার দ্বিতীয় জানাযার ছালাত সকাল ৯-টায় উপযেলার দারুশা এলাকাধীন দেবেরপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন তার জ্যেষ্ঠ পুত্র মুহাম্মাদ আব্দুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম (৬০) প্যানক্রিয়াসে টিউমার ও জন্ডিস জনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৮শে জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩-টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, সাংগঠনিক সাথী ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন রাত ৯-টায় তার নিজ গ্রাম নীলফামারী যেলার জলঢাকা উপযেলাধীন মৌজা শৈলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমান। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ডা. মুতীউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, অর্থ সম্পাদক মুহাম্মাদ হাবীবুর রহমান, নীলফামারী-পশ্চিম যেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুর ছামাদ, দিনাজপুর-পূর্ব যেলার সভাপতি মুহাম্মাদ শহীদুল আলম, লালমণিরহাট যেলার সভাপতি মাওলানা শহীদুর রহমান, রংপুর-পশ্চিম যেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোকছেদুর রহমানসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

[আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
ভিডিও কনফারেন্স আহলেহাদীছ আন্দোলন, সিঙ্গাপুর শাখা
বন্যার্তদের সহযোগিতায় নওদাপাড়া মারকায
মৃত্যু সংবাদ : মুহাম্মাদ নাছিরুদ্দীন
গাযার নির্যাতিত মুসলমানদের জন্য ত্রাণ প্রেরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মৃত্যু সংবাদ
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
সংগঠন সংবাদ
প্রখ্যাত সীরাত গবেষক প্রফেসর ড. ইয়াসীন মাযহার ছিদ্দীকী-এর মৃত্যু
মাসিক ইজতেমা
আরও
আরও
.