উত্তর :
এক সাথে ৩ তালাক প্রদান করলে এক তালাকে রাজ‘ঈ বলে গণ্য হবে। ইদ্দতের মধ্যে
স্বামী তাকে ফেরত নিতে পারবে। আর ইদ্দত পার হয়ে গেলে নতুন বিবাহের মাধ্যমে
স্ত্রীকে গ্রহণ করতে পারবে। যেহেতু এক সাথে প্রদত্ত তিন তালাক এক তালাক
বলে গণ্য, সেহেতু অন্যত্র বিয়ে হওয়া ছাড়াই তাকে বিয়ে করতে পারে। তবে
বর্তমান মাযহাবী সমাজে প্রচলিত হালালা বা হিল্লা বিয়ে হারাম। যে এরূপ বিয়ে
দিবে এবং যে বিয়ে করবে উভয়ের উপর আল্লাহর রাসূল (ছাঃ)-এর লা‘নত (তিরমিযী হা/১১২৯)। বিস্তারিত দেখুন ‘তালাক ও তাহলীল’ বই।